ঢাকাশুক্রবার , ১৩ জুলাই ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা চেয়ারম্যান সাবিরার ৬ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
সিএনএ

জুলাই ১৩, ২০১৮ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা চেয়ারম্যান সাবিরার ৬ বছরের কারাদণ্ড
নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার যশোরের ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানাকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত।

মিথ্যা তথ্য দেওয়া ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে বিচার শেষে বৃহস্পতিবার ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দুদকের আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম জানিয়েছেন ,২০০৪ সালের দুর্নীতি দমন আইনের ২৬ (২) ধারায় তিন বছর ও ২৭ (১) ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১ কোটি ৭৮ হাজার ১৩৫ টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। এ দিকে জামিনে থাকা দণ্ডিত সাবিরা সুলতানা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন বিচারক।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com