ঢাকাসোমবার , ২৮ মে ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ঈদ বাজারে পদ্মাবতী পোশাকের ঝড়

প্রতিবেদক
সিএনএ

মে ২৮, ২০১৮ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঈদ বাজারে পদ্মাবতী পোশাকের ঝড়রিফাত পারভীন: ঈদের আগে এখন চলছে নতুন পোশাক কেনার ধুম। বাজার গুলো এখন পরিপূর্ণ বাহারি রকমের দেশি বিদেশি পোশাকে। প্রায় প্রতি বছরই কোনো সিনেমা, নায়িকা বা সিরিয়ালের নামে জনপ্রিয় হয় মেয়েদের পোশাক। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদ বাজারে নতুন সেনসেশন পদ্মাবতী পোশাক। বাজার ঘুরে দেখা গেছে তরুনীদের পছন্দের তালিকায় প্রথমেই আছে পদ্মাবতী নামের এই পোশাকটি।

অরচার্ড পয়েন্টের বিক্রয়কর্মী রাসেল বলেন, এবার ঈদ বাজার পদ্মাবতী পোশাকের দখলেই আছে। তবে পোশাকের কোনো নাম হয় না। বিশেষ করে সিনেমার নায়িকার পড়া পোশাকই জনপ্রিয়তা পাওয়ায় এমন ধরনের নাম হয়। অনেকটা গাউন ও লেহেঙ্গার আদলে করা এই পোশাকটি ভারতীয় সিনেমা পদ্মাবতে পড়েছিলেন নায়িকা দীপিকা পাডুকোন। যদিও সিনেমায় পড়া নায়িকার পোশাকের মত হুবুহু নয়। তবুও কিছুতা মিল থাকায় ঈদ বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয় পদ্মাবতী পোশাক।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com