ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

অপেক্ষার শরৎ- বৃষ্টি! লেখক – বিউটি দাশ

প্রতিবেদক
সিএনএ

জুলাই ১৫, ২০২১ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

অপেক্ষার শরৎ- বৃষ্টি!

বিউটি দাশ
আমি আপনার শরৎ প্রেমের পাইনি ডাক———

শরতের নীল গগণে তখনও একখন্ড মেঘ হয়ে ভাঁসছিলাম,
হৃদয়ে সীমাহীন প্রেম নিয়ে অপেক্ষা ছিলাম আপনার আসবে ডাক!
উর্ধ গগণে বেজেছিল রাশি রাশি প্রেম ধ্বনির প্রেমিকের শাঁখ
আমার বক্ষে পৌঁছায়নি আপনার শরৎ প্রেমের ডাক
আমি তখনও একখণ্ড মেঘ হাতে
অঝোরে বৃষ্টি ঝরিয়ে ভাঁসবো বলে ভাঁসছিলাম।
হে আমি বলেছিলাম শরৎ এলে আসব আমি
তখনও তাই শেষ শরতের নীল আকাশে
অপেক্ষার একখন্ড মেঘ হয়ে ভাসছিলাম আপনার ডাক আসবেই আশে।
দু’জনেই ভাঁসব শরৎ মেঘের বৃষ্টিতে সবভুলে প্রেমের ধারায় হেঁসে।।
কিন্তু এতোটা বিলম্বে ও আসেনি আপনার প্রেম শরতের ডাক! আমার তরে নীল শরৎ আকাশে!
তবু এই বিশ্বাস হয়তো আপনার গাম্ভীর্যের ডাক পৌঁছাতে পারছে না আকাশে –
এই ভেবে একখণ্ড মেঘ -বৃষ্টিতে ঝরে পরলাম আপনার শরৎ প্রেমের ধবধবে সাদা কাশ ধারে।
উদাসী হাওয়ায় আলতো স্পর্শে! চমকে উঠি আপনি!দেখি না কাশ ফুলের পরশ———-।।
কালো মেঘে ডেকে নিল আমার দীর্ঘ মাস দীর্ঘ সময়
কালবৈশাখী ঝড়ে দৌড়ে পালালো সবাই একা করে আমায়।
আমি আর থাকতে পারলাম না শরৎ নীল আকাশে
ঝরে আসলাম তোমার চিরসবুজ সবুজ বনভূমিতে
বলেছিলাম শরৎ আসলে আসব আমি নীল মেঘে ভেসে
দেখুন আজ বরিষণে অবিরাম শ্রাবণ ধারার রয়েছি দাড়িয়ে,
কতোটা!স্থির-অনড় -একাকি নিরব সংগোপন দাঁড়িয়ে।
এতো কঠিন-ভয়ংকর পরিস্থিতিতে ও
ভয়হীন-প্রয়োজনহীন-নির্ভীক হেঁসে!
কেন জানেন আমি মনের দিক থেকে কখনও নিজেকে দুর্বল – একাকি ভাবিনি নিজেকে,
তাই আমার মনের সৌন্দর্য্যের কমতি পড়েনি নিজেতে অবশ্য আমি শিখেছি তা প্রকৃতির থেকে।।
পারবেন আমায় নিয়ে অঝোর ধারার বৃষ্টিতে—–?
এক সাথে ভিজে আমাকে সামলে রাখতে?
দেখুন কি অপূর্ব! বর্ষার কদম্ব বৃক্ষ বৃষ্টিতে হাঁসতে-ভিজতে -দুলতে দিচ্ছে
তাঁর শরীর ফোটা প্রতিটি পুষ্প-
কলিকে——————————-
সেই কদম্ব বৃক্ষ স্বরূপ হয়ে পারবেন আমাকে ধারণ করতে আপনার বক্ষে?
না হয় কে বলবে প্রেমিক পুরুষ আপনাকে?
কি করে রবে প্রেমিক নামের অক্ষত আখ্যাতি?
আমিই বা কি করে মানি-রাখি আপনার বা আমার নীল শরৎ প্রেমের আসার কথার বাণী।।
এক মহাপুরুষ বলেছিলেন
তুমি লতার স্বভাব অবলম্বন করো
আর আদর্শ স্বরুপ বৃক্ষকেই জড়িয়ে ধরো,
স্বীদ্ধিকাম হবেই হবে,এই বাণীর মর্ম——-।।
রবিঠাকুরের এক বাণী যা আমার কাছে চির-অমূল—-!
“বর্ষার বৃষ্টি ছাড়া যেমন কদম্ব ফুলের সৌন্দর্য বৃষ্টি পায় না,
তেমনি সুযোগ্য পুরুষ ছাড়া নারী প্রেম জমে না”।।
তবে আপনি বলতে পারেন প্রেম- সুযোগ এর তাৎপর্য কি? সে কি তবে আপনি?
যদি তাই হন তবে আমি জিজ্ঞেস করছি?
আমার প্রেমে দিয়ে গড়া সমস্ত সৌন্দর্য্যে সঞ্চিত- ব্যর্থ -সময়কে কি দিয়ে ফিরাবেন আপনি?——–।।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com