ঢাকামঙ্গলবার , ১৪ আগস্ট ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত দিয়ে ফের রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা!

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ১৪, ২০১৮ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নাফনদীর শাহপরীরদ্বীপ পয়েন্ট দিয়ে শূন্যরেখা অতিক্রমের সময় ১১ রোহিঙ্গাবাহী একটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। ওই নৌকায় পাঁচটি শিশু, তিনজন নারী ও তিনজন পুরুষ ছিলেন বলে জানিয়েছেন বিজিবি সদস্যরা। এক বছর আগে আগস্ট মাসে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশ। তাতে ৭ লাখের বেশি রোহিঙ্গা নির্যাতনের মুখে পড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই রোহিঙ্গাদের ফেরত নেয়ার প্রতিশ্রুতি দিলেও এখনও মিয়ানমার প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করেনি। এ অবস্থায় ১৩ আগস্ট রাতে বাংলাদেশে আসতে চাওয়া রোহিঙ্গা ভর্তি নৌকা ফেরত পাঠাতে বাধ্য হয় বিজিবি।
এ বিষয়ে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. শরীফুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ১৩ আগস্ট রাত সোয়া ১১টার দিকে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টে বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে আসা একটি নৌকাকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য সংকেত দেয়। এরপরও রোহিঙ্গাবাহী নৌকাটি বাংলাদেশের জলসীমা অতিক্রম করতে চাইলে বিজিবির সদস্যরা তাদেরকে ফিরিয়ে দেয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com