ঢাকাবৃহস্পতিবার , ৭ জুন ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

শিল্পী রায়হানের উপর হামলা: প্রতিবাদের ঝড়

প্রতিবেদক
সিএনএ

জুন ৭, ২০১৮ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার: নিজের জমি দখলে বাধা দেয়ায় ভূমিদস্যূদের হামলায় গুরুতর আহত হয়েছেন কক্সবাজারের গুরুশিল্পী, লেখক, সঙ্গীত পরিচালক, সুরকার ও প্রযোজক অধ্যাপক রায়হান উদ্দীন।

গত ৫ জুন হিমছড়িতে অবস্থিত নিজের মালিকানাধীন জায়গায় তিনি এ হামলার শিকার হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় গতকাল সকালে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এই ঘটনায় কক্সবাজারের সাংস্কৃতিক সমাজ বিক্ষোভে ফেটে পড়েছে। জেলা শহরের প্রাচীনতম সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গীতায়তনে এই ঘটনার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুরুল হক টুটুল বলেন, ঘটনার ব্যাপারে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামী গ্রেফতারে অভিযান চলছে।

 

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com