ঢাকাসোমবার , ২১ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার বর্ডার গার্ডের সঙ্গে বিজিবি’র সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
সিএনএ

জানুয়ারি ২১, ২০১৯ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের মংডু শহরে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বডার্র গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি সকালে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিয়ানমারের মংডু শহরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠানের নেতৃত্বে ১০ জন কর্মকর্তা মংডুতে রয়েছেন। এ আলোচনা সভায় দু দেশের সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ, যৌথ টহল জোরদার, সীমান্তের মাইন অপসারণ ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে পারস্পরিক মতবিনিময় হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রতিনিধি টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান।
বিজিবি প্রতিনিধি টিমের অন্যান্য সদস্যরা হচ্ছেন, বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এসএম আয়েজিদ খান, বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক খাঁন, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল মো: আসাদুজ্জামান, রামু ৩০ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল মো: জাহিদুর রহমান, আলীকদম ৫৭ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার খন্দকার মিজানুর রহমান, কক্সবাজার রিজিয়ন পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ, মেজর মো: তারেক মাহমুদ সরকার, মেজর মোহাম্মদ বিন সাহিরুল ইবনে রিয়াজ, মেজর জিএম সিরাজুল ইসলাম। গতকাল সকাল ১০টার দিকে টেকনাফ সীমান্তের নাফনদীতে অবস্থিত বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি দিয়ে বাংলাদেশ প্রতিনিধি টিম মিয়ানমারের উদ্দ্যেশে রওনা দেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com