ঢাকাসোমবার , ১ অক্টোবর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী

প্রতিবেদক
সিএনএ

অক্টোবর ১, ২০১৮ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীনিউজ ডেস্ক : শতশত প্রতিযোগীকে হারিয়ে এবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশের স্বপ্নের মুকুট মাথায় পরেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। রোববার রাত ১২টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হলে এবারের আসরের বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এবার দ্বিতীয় হয়েছেন ‌নিশাত মাওয়া সালওয়া ও তৃতীয় হয়েছেন না‌জিবা বুশরা।

এবার চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ ১০ প্রতিযোগী ছিলেন। তারা হলেন, নিশাত নাওয়ার সালওয়া, মনজিরা বাশার, ইশরাত জাহান সাবরিন, স্মিতা টুম্পা বাড়ৈ, আফরিন সুলতানা লাবণী, সুমনা নাথ অনন্যা, নাজিবা বুশরা, জান্নাতুল মাওয়া, শিরীন শিলা এবং জান্নাতুল ফেরদৌস ঐশী।

এবারের আসরে মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যারিস্টার ফারাবি। ফাইনালের আইকন বিচারক হিসেবে ছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ এবং আনিসুল ইসলাম হিরু। এই তিনজন তিন বিজয়ীর নাম ঘোষণা করেন।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হল থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এটিএন বাংলা। অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন ডিজে সনিকা ও আরজে নীরব।

ফাইনালে চূড়ান্ত বিজয়ী চীনে মূল পর্বে যোগদানের উদ্দেশে ৭ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবেন।

জেনে নিন ঐশী’র সম্পর্কে

জন্ম : বরিশালের পিরোজপুরে।

জন্ম তারিখ : ২৭ আগস্ট।

বাবা : আব্দুল হাই, বিশিষ্ট সমাজসেবী।

মা : আফরোজা হোসনে আরা, স্কুল শিক্ষিকা।

ভাই-বোন : দুই বোন। বড় বোন শশী।

শিক্ষা : চলতি বছরই এইচএসসি পাস করেছেন মাটিভাঙা ডিগ্রি কলেজ থেকে।

প্রিয় অভ্যাস : বই পড়া ও গান শোনা।

প্রিয় লেখক : হুমায়ূন আহমেদ।

প্রিয় বই : হুমায়ূন আহমেদের সব সাহিত্যই ভালো লাগে। হিমু ও মিসির আলী সিরিজের বইগুলো বেশি ভালো লাগে।

প্রিয় অভিনেতা : রাজ্জাকের অভিনয় তার খুব ভালো লাগে। বর্তমানে মাঝে মাঝে শাকিব খানের ছবি দেখেন।

প্রিয় অভিনেত্রী : শাবানা ও নুসরাত ফারিয়া।

প্রিয় শিল্পী : মিফতাহ জামান।

প্রিয় খাবার : ভাত, বাইম মাছ, আলুর যে কোনো তরকারি।

প্রিয় রঙ : সবুজ।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com