ঢাকারবিবার , ১ সেপ্টেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি হিন্দুদের স্বাগত, মুসলিমদের ঠাঁই নেই : দিলীপ ঘোষ

প্রতিবেদক
সিএনএ

সেপ্টেম্বর ১, ২০১৯ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্স;; ভারতের আসামে চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ হয়েছে গতকাল শনিবার। সেই তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখের বেশি মানুষের নাম।

সেই ঘটনায় এমনিতেই উদ্বেগে দিন পার হচ্ছে আসামের লাখ লাখ মানুষের। এরই মধ্যে শনিবার বর্ধমানে এক সাংগঠনিক সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বাংলাদেশি হিন্দুদের ভারতে স্বাগত, কিন্তু অনুপ্রবেশকারী মুসলমানদের ঠাঁই নেই।
দিলীপ ঘোষ আরো বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সেখানেও এনআরসি বা নাগরিক তালিকা করা হবে। এনআরসি করতে বিজেপি জোর ভূমিকা নেবে বলেও জানিয়েছেন তিনি।

জানা গেছে, আসামে যে ১৯ লাখেরও বেশি মানুষের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। তারা নিজেদের ভারতীয় হিসেবে প্রমাণের জন্য চার মাস সময় পাবেন। এই সময় শেষ হওয়ার আগে কাউকে আটক না করার কথা রয়েছে।

তালিকা থেকে নাম বাদ পড়া বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলেন। নাগরিক তালিকা থেকে বাদ পড়ে তারা এখন ভারতের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন।

তবে এ ধরনের কঠিন মুহূর্তে দিলীপ ঘোষের উসকানিমূলক বক্তব্য তাদের আরো আতঙ্কের মধ্যে ফেলবে

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com