ঢাকামঙ্গলবার , ১৯ জুন ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২১ মাঝিমাল্লা

প্রতিবেদক
সিএনএ

জুন ১৯, ২০১৮ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গোসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২১ মাঝিমাল্লা
চট্টগ্রাম প্রতিনিধি:বঙ্গোপসাগরের বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলের সোনারচরে ‘এফবি সূর্যমুখী’ নামে একটি ট্রলার ডুবে ২১ মাঝিমাল্লা নিখোঁজের খবর পাওয়া গেছে। সপ্তাহখানেক আগে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে তারা নিখোঁজ হন বলে জানা গেছে।

নিখোঁজ সবাই বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বহদ্দারহাট জলদাস পাড়া ও কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

নিখোঁজ ফিশিং ট্রলারের মালিক বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের বহদ্দারহাট জলদাস পাড়া হরিধর জলদাস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সপ্তাহখানেক আগে মাছ ধরার ট্রলার এসবি সূর্যমুখী নিয়ে ২১ মাঝিমাল্লা গভীর সাগরে মাছ ধরতে যায়। যাত্রাপথে সোনারচরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারটি। এতে ট্রলারে থাকা ২১ মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরও এখনো তাদের খোঁজ মেলেনি। নিখোঁজ সবার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, নিখোঁজ ফিশিং ট্রলারের খোঁজে সাগর ও আশপাশের উপকূলীয় এলাকায় যৌথভাবে উদ্ধার কাজ চলছে। পুলিশ ও উপজেলা প্রশাসন, কোস্টগার্ড একযোগে নিখোঁজ মাঝিমাল্লাদের খোঁজে তৎপর রয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com