ঢাকাবুধবার , ৫ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ড ২৮ ঘর পুড়ে ছাই

প্রতিবেদক
সিএনএ

সেপ্টেম্বর ৫, ২০১৮ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শারমিন রোজী: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুলস্থ রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে ২৮টি ঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে আগুন লাগে। তবে এসময় কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তি থেকে প্রায় কয়েক কিলোমিটার ভেতরে পাহাড়ে গড়ে উঠা রোহিঙ্গা বস্তির ১৪টি ঘরে আগুন লাগে। প্রতিটি ঘরে ২টি করে কক্ষ ও এক কক্ষে একটি করে পরিবার বাস করতো। বাঁশ, চট এবং পলিথিনে গড়া ঘরগুলো একটার সঙ্গে একটা লাগোয়াভাবে তৈরি করায় মুহূর্তে সব ঘরে আগুন লেগে যায়। ২০-৩০ মিনিটের মধ্যে ঘরগুলো পুড়ে যায়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া বলেন, ক্ষতিগ্রস্তদের অন্যত্র থাকার তাৎক্ষণিক ব্যবস্থা করা হয়েছে। আগুন লাগার কারণ জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com