ঢাকামঙ্গলবার , ১৯ জুন ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ: আহত ১০

প্রতিবেদক
সিএনএ

জুন ১৯, ২০১৮ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ: আহত ১০

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদের মধ্যে ছয়জনকে কক্সবাজার সদর হাসপাতালে এবং বাকিদের টেকনাফ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে সোমবার রাত ১১টার দিকে এ সংঘর্ষ হয় বলে টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানিয়েছেন। তিনি বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুটি পক্ষ ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে ছয়জনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই একই দিনে কক্সবাজারের উখিয়া উপজেলায় দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে রোহিঙ্গা নেতা  আরিফ উল্লাহকে। সোমবার রাত ৮টার দিকে উখিয়ার বালুখালী ১১নং ক্যাম্পের সিওয়ান ব্লক সংলগ্ন মহাসড়কের পাশে রোহিঙ্গা ক্যাম্পে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরিফ উল্লাহ বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ছিলেন। পুলিশের অনুমান অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com