ঢাকাবৃহস্পতিবার , ২ আগস্ট ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

গোসল করতে নেমে ইউল্যাবের ছাত্র নিখোঁজ

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ২, ২০১৮ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রাফসান ফয়সাল নামে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) বিশ্ববিদ্যালয়ের  এক ছাত্র নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে এই ঘটনা ঘটে।নিখোঁজ রাফসান ফয়সাল (২১) ঢাকার ইউল্যাব ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের ছাত্র। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজের বন্ধুদের বরাত দিয়ে ফজলে রাব্বী বলেন, গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে মো. রাফসান ফয়সাল, মো. সামিউল হাসান সায়েদ ও তায়েবা তাবাচ্ছুমসহ তিন বন্ধু মিলে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। বুধবার সকালে কক্সবাজার পৌঁছে তারা কলাতলী এলাকার আবাসিক হোটেল জিনিয়াতে অবস্থান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিকেলে বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরাঘুরি শেষে সন্ধ্যার পর সমুদ্র সৈকতে যান তারা। সেখানে তিন বন্ধু বিচ বাইকে চড়ে ২/৩ ঘণ্টা সময় কাটান। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে সামিউলকে তীরে রেখে অপর দুই বন্ধু সাগরে গোসলে নামেন। এ সময় রাফসানের নিখোঁজের ঘটনা ঘটে। ভাটার সময় স্রোতের টানে ভেসে গিয়ে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজের সহপাঠি সামিউল হাসান সায়েদ জানান, রাতে বিচ বাইকে চড়ার এক পর্যায়ে রাফসান ও তাবেয়া সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তলিয়ে যাওয়ার সময় চিৎকার দিলে সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারে নেমে পড়েন। এক পর্যায়ে তাবেয়াকে টেনে উদ্ধার করা সম্ভব হলেও ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় রাফসান। এর পর থেকেই সে নিখোঁজ রয়েছে। ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা বলেন, ঘটনার পর নিখোঁজের উদ্ধারে কক্সবাজার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এ ছাড়া সৈকতে দায়িত্ব পালনকারী উদ্ধারকর্মীরাও সাগরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com