ঢাকাসোমবার , ৩ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

কৃষকলীগ নেতার উপর হামলা-মামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রতিবেদক
সিএনএ

সেপ্টেম্বর ৩, ২০১৮ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

বার্তা পরিবেশক: ওয়ার্ড কৃষকলীগ নেতা রুবেলের উপর হামলা ও উল্টো মামলার প্রতিবাদে ৩ সেপ্টেম্বর বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।কক্সবাজার শহরের প্যানোয়া রোড থেকে শুরু হয়ে মিছিলটি কক্সবাজার পৌরসভার কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, গত ২৮ আগষ্ট শহরের ১১ নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক মোঃ রোবেলকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় আওয়ামীলীগে অনুপ্রবেশকারী যুবদলের সাবেক নেতা অস্ত্রধারী গুরা মিয়াসহ সন্ত্রাসীরা। কৃষকলীগ নেতাকে তারা ধারালো ক্ষুর দিয়ে ক্ষত-বিক্ষত করে। গুরুতর জখম রুবেলকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কুখ্যাত গুরা মিয়ার আশ্রয়দাতারা হামলার শিকার কৃষকলীগ নেতা মোঃ রোবেলকে ১ নং আসামী, ১২ নং ওয়ার্ড কৃষকলীগের সহ সভাপতি মোঃ রাসেলকে দুই নং আসামী করে তিনজনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় উল্টো একটি মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছে। বক্তারা অবিলম্বে গুরা মিয়াকে গ্রেপ্তার ও দায়েরকৃত মিথ্যা মামলা আগামী দুই দিনের মধ্যে প্রত্যাহারের দাবী জানান। শহর কৃষকলীগের সভাপতি এরশাদুজ্জামান সুমনের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল্লাহ (মেম্বার), সদর উপজেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসাইন চৌধুরী, শহর কৃষকলীগের সহ সভাপতি সজীব দাশ, তারেক মাহমুদ তারেক, জয়নাল আবেদীন, একরামুল হক, সদর কৃষকলীগ নেতা মোঃ ফারুক, শহর কৃষকলীগ নেতা, আনসার, মুফিজ, আবু তাহের হেলালী, মোঃ লিঠু, মনজুর আলম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com