ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার শহরের পাহাড়তলীতে একজনকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
সিএনএ

এপ্রিল ১৮, ২০২০ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিএনএ ডেক্স: কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলীর ইসুলুঘোনা এলাকায় ইয়াবা সংশ্লিষ্ট জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছৈয়দ আলম প্রকাশ বিডিআর সৈয়দ (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে৷

শনিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান কবির এ ঘটনা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে সদর মডেল থানার উপ-পরিদর্শক আরিফ জানান ইয়াবা ব্যবসায় বাধা দেয়া নিয়ে পূর্বশত্রুতার জের ধরে, প্রতিবেশী ও প্রতিপক্ষ মোহাম্মদ হোসনের পুত্র আলমগীর, আলমগীরের শ্যালক জলিল, ফরিদের পুত্র জাহাঙ্গীর মিলে বিডিআর সৈয়দ এবং তার পুত্রকে ডেকে নিয়ে যায়। পূর্বপরিকল্পিত ভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে দা-ছুরি চাপাতি দিয়ে উপর্যুপরি হামলা করে।খবর পেয়ে বিডিআর সৈয়দ স্বজনেরা ছুটে আসলে সন্ত্রাসীরা তাদের উপরও এলোপাতাড়ি হামলা করে।পরবর্তীতে এলাকাবাসীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে ঘটনাস্হলেই বিডিআর ছৈয়দ নিহত হয়। বোন জুনু বেগম এবং পুত্র মানিকুুর রহমান জুয়েল গুরুতর আহত হয়।
খবর পেয়ে পুলিশ উপ পরিদর্শক আরিফের নেতৃত্বে একদল পুলিশ তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিডিআর সৈয়দ কে মৃত ঘোষণা করে এবং পুত্র জুয়েলর অবস্থা আশংকাজনক জানায়৷

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান কবির জানান খবর পেয়েছি ইয়াবা ব্যবসায় বাধা দেওয়া এবং জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। আমরা তাদের ধরতে অভিযান চালাচ্ছি। মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com