ঢাকামঙ্গলবার , ৯ অক্টোবর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে তাজিকিস্তান

প্রতিবেদক
সিএনএ

অক্টোবর ৯, ২০১৮ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আলীম নোবেল: ফিলিপিন্সকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে উঠেছে তাজিকিস্তান। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক বাংলাদেশ অথবা প্যালেস্টাইন। আজ ১০ অক্টোবর আসরের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মুখোমুখি হবে বাংলাদেশ- ফিলিস্তিন। কক্সবাজারে গতকাল মঙ্গলবারের ম্যাচে ৩১ মিনিটের সময় এগিয়ে যায় তাজিকিস্তান। বাঁ-প্রান্ত থেকে বাতাসে ভেসে যাওয়া বল হেড হয়ে তুরসুনভের পায়ে পড়ে। সেখান থেকে জোরালো ভলিতে জাল খুঁজে নেন তিনি। গোল হজম করার আগেও একাধিকবার বেঁচে যায় ফিলিপিন্স। গোলরক্ষক কাসাস দারুণ সব সেভ করে দলকে ম্যাচে রাখার চেষ্টা করে। কিন্তু প্রথমার্ধে তার সেই চেষ্টা বৃথা যায়। দ্বিতীয়ার্ধেও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে তাজিকিস্তান। নিজেদের রক্ষণ ঠিক রেখে কাউন্টার অ্যাটাকে মন দেয় তারা। ফল আসে ৯৮ মিনিটে। বক্সের ভেতর থেকে দারুণ দক্ষতায় দ্বিতীয় গোলটি করে নাজারভ। ডানদিক থেকে বল নিয়ে ঢুকে পড়েন নজিম। নিজে শট না নিয়ে ব্যাকপাসে বল দেন নাজারভকে। তিনি কিছুটা সময় নিয়ে জায়গা বানিয়ে জোরালো শটে জাল খুঁজে নেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com