ঢাকাবৃহস্পতিবার , ২৪ মে ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ‘ইয়াবা-অস্ত্রসহ গুলিবিদ্ধ লাশ উদ্ধার’

প্রতিবেদক
সিএনএ

মে ২৪, ২০১৮ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   দেশজুড়ে প্রতিদিন ‘মাদকবিরোধী অভিযানে’ কথিত বন্দুকযুদ্ধে অনেক লোক নিহত হওয়ার ঘটনার মধ্যে কক্সবাজার শহরে দিনের বেলায় ‘ইয়াবা ও অস্ত্রসহ’ গুলিবিদ্ধ অবস্থায় একজনের লাশ ‘উদ্ধার’ করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।

 

নিহত মোহাম্মদ হাসান (৩৬) কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রাম এলাকার খুইল্ল্যা মিয়ার ছেলে।

নিহতের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে কক্সবাজার সদর থানাসহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে দাবি অতিরিক্ত পুলিশ সুপারের।

টুটুল বলেন, “বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ হাসানের লাশ উদ্ধার করে। এসময় মৃতদেহের পাশ থেকে পাওয়া যায় এক হাজার ইয়াবা ও দেশীয় একটি বন্দুক।”

তিনি বলেন, “মাদক ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।”নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com