ঢাকারবিবার , ২২ জুলাই ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র কারখানার সন্ধান, সরঞ্জামসহ ২ কারিগর আটক

প্রতিবেদক
সিএনএ

জুলাই ২২, ২০১৮ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে র‌্যাব-৭ অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে। এ সময় বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২ কারিগরকে আটক করা হয়েছে।
২১ জুলাই দিবাগত রাত থেকে ২২ জুলাই ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্রসহ এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মো. আব্দুল হাকিম ও মোহাম্মদ শহীদুল্লাহ।
এদিকে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান বেলা ২টার দিকে কক্সবাজারস্থ র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, অস্ত্রধারী সংঘবদ্ধ দলের অবস্থানের খবর পেয়ে ২১ জুলাই রাত ৮টা থেকে ২২ জুলাই ভোর পর্যন্ত মহেশখালীর কালামারছড়ার পাহাড়ে পৃথক অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় অস্ত্র তৈরির ২ কারিগরকে আটক করা হয়। আটক মো: আব্দুল হাকিম ও মোহাম্মদ শহীদুল্লাহ দীর্ঘদিন ধরে পাহাড়ে অস্ত্র তৈরী করে আসছিলো। অভিযানে ওই কারখানা থেকে ২০টি অস্ত্র, অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও গুলি উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com