ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিতে সরকারি শিক্ষক সমিতির মানববন্ধন

প্রতিবেদক
সিএনএ

মার্চ ১০, ২০২০ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

এন আলম আজাদ:: “স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর ” প্রতিষ্ঠা সহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পূর্ব ঘোষিত কর্মসূচি স্বরুপ মানববন্ধন পালন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখা। আজ ৯ই মার্চ সোমবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা প্রসাশকের কার্য্যালয় সস্মুখে দীর্ঘ আড়াই ঘন্টার এ মানববন্ধনে জেলা মাধ্যমিক শিক্ষক স্তরের প্রায় ২ শতাধিক শিক্ষক শিক্ষিকার প্রানবন্ত উপস্থিতিতে স্বতঃস্ফূর্ত এ কর্মসূচি পালিত হয়।উক্ত মানববন্ধনে বিভিন্ন রকমের রঙিন ব্যানার,ফেস্টুন, ও প্লেকার্ডের মাধ্যমিক শিক্ষক সমিতির ৭ দফার সমর্থনে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।এ মানববন্ধনের সমাবেশে বক্তারা যথাশীঘ্রই তাদের দেয়া ন্যায্য দাবী সমূহ অতিদ্রুত পূরণের মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর কার্যকর ভূমিকার প্রতি গুরুত্বারোপ করা হয়।সংগঠনের কক্সবাজার জেলা শাখার সভাপতি সোহেল ইকবালের সভাপতিত্বে মানববন্ধন কালীন সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাকারিয়া মোঃ ইয়াহিয়া হাছান সহ একাধিক শিক্ষক শিক্ষিকা। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপিও হস্তান্তর করেন সংগঠনের শিক্ষক নেতৃবৃন্দরা।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com