ঢাকাশনিবার , ২ জুন ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ম্যাজিস্ট্রেট নিশ্চিত করলে আইন অনুযায়ী ব্যবস্থা

প্রতিবেদক
সিএনএ

জুন ২, ২০১৮ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য টেকনাফে ওয়ার্ড কাউন্সিল একরাম নিহতের ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ২ জুন সকালে নিজ বাসভবনে সময় সংবাদকে তিনি একথা বলেন। কেউ আইনের ঊর্ধ্বে নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখতে শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, এই ধরণের ঘটনা যদি ঘটেই থাকে, যদি প্রমাণ হয়ে থাকে… আপনারা জানেন যে, একজন ম্যাজিস্ট্রেট তদন্তে রয়েছেন। ম্যাজিস্ট্রেটের তদন্তে যদি কোনো রকম ইঙ্গিত আমাদের দেয় বা কোনো নির্দেশনা থাকে তাহলে অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা হবে। সে যদি নিশ্চিত করে দেয় যে, এটা এই ধরণের ঘটনা তাহলে আইন অনুযায়ী বিচার হবে।’

কেউই আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কেউ আইন অমান্য করেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে কিংবা প্রলুব্ধ হয়ে এই ধরণের ঘটনার সূত্রপাত করে থাকেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com