ঢাকামঙ্গলবার , ২৫ ডিসেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে ৪দিন বন্ধ থাকবে সেন্টমার্টিন্স ভ্রমণ

প্রতিবেদক
সিএনএ

ডিসেম্বর ২৫, ২০১৮ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নির্বাচনে ৪দিন বন্ধ থাকবে সেন্টমার্টিন্স ভ্রমণ

নিজস্ব প্রতিনিধি,টেকনাফ | একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চারদিন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন্সে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে। নির্বাচনে নিরাপত্তাজনিত কারণে গতকাল শনিবার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান বলেন-‘ নির্বাচনের সময় দেশী-বিদেশী পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে চারদিন সেন্ট মার্টিন্স ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে।’
তিনি বলেন, ২৮ থেকে ৩১ ডিসেম্বর চারদিন টেকনাফ থেকে সেন্ট মার্টিন্সগামী পর্যটকবাহী কোন জাহাজ ছাড়বেনা। একারণে ওই চারদিন দেশী-বিদেশী পর্যটকরা সেন্ট মার্টিন্স ভ্রমনে যেতে পারবেনা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের পরির্দশক (পরিবহন) মোহাম্মদ হোসেন বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে ৪ দিনের জন্য টেকনাফ-সেন্ট মার্টিন্স নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হবে। তবে নির্বাচন পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরলে পুনরায় এ রুটে জাহাজ চলাচল শুরু হবে।’
তিনি বলেন, ‘বর্তমানে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ছয়টি জাহাজ চলাচল করছে। সেগুলো হচ্ছে-কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, বে-ক্রুস, এলসিটি কাজল, এমভি ফারহান ও গ্রীণ লাইন।’
উল্লেখ্য, পর্যটন জেলা কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে কক্সবাজার-৪ আসনটি গঠিত। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই উপজেলায় একটি পৌরসভা ও এগারটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ১৪৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ১৪৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৩২ হাজার একজন

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com