ঢাকাশনিবার , ৪ আগস্ট ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রের পোশাকে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে হামলা

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ৪, ২০১৮ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ছাত্রের পোশাকে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে হামলা: কাদের

নিজস্ব প্রতিবেদক :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ অফিসে ছাত্রের পোশাকে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দলের ১৭ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দুর্বৃত্তরা আওয়ামী লীগ কার্যালয়ে হেলমেট পরে হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন। আওয়ামী লীগ শিক্ষার্থীদের বর্তমান দাবির প্রতি শ্রদ্ধাশীল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আহত নেতাকর্মীদের তালিকা পড়ে শোনান ওবায়দুল কাদের। তিনি বলেন, পাশেই জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে এরা ভর্তি রয়েছে। গণমাধ্যমকর্মীরা চাইলেও তালিকায় থাকা নেতাকর্মীদের আহত হওয়ার বিষয়টি হাসপাতালে গিয়ে দেখতে পারেন।

ধানমন্ডিতে শনিবার দুপুরে আন্দোলকারী শিক্ষার্থী ও আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলা চালাতে আসে। স্কুল-কলেজের পোশাক পড়া শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ পোশাকে আরও ৫০/৬০ জন যুবক ছিলেন। আওয়ামী লীগ অফিসে ঢোকার আগে মূল রাস্তায় এদের বাধা দিলে উত্তেজনার একপর্যায়ে ইটপাটকেল ছুড়তে থাকে শিক্ষার্থীরা। এরপর দলীয় অফিসের সামন থাকা যুবকরা জড়ো হয়ে এলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র‍্যাডিসন হোটেলের উল্টোদিকে) বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও নৌমন্ত্রীর অনৈতিক বক্তব্যের প্রতিবাদসহ ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। গত সাত দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে।

 

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com