ঢাকারবিবার , ২ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

কুতুপালংয়ে ভুয়া ডাক্তার আটক, সীলগালা-জরিমানা আদায়

প্রতিবেদক
সিএনএ

সেপ্টেম্বর ২, ২০১৮ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার বিভিন্ন ডাইগনষ্টিক সেন্টার এবং লাইসেন্স বিহীন ফার্মেসী ও ভূয়া ডাক্তারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১ সেপ্টেম্বর সন্ধ্যায় উখিয়া বাজার ও কুতুপালং বাজারে ইউএনও নিকারুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উখিয়ার সেঞ্চুরি ল্যাবকে লাইন্সের মেয়াদ উত্তীর্ন হওয়ায় এবং মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার দায়ে ২০ হাজার টাকা, কুতুপালং বাজারে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা করার অপরাধে জিয়াউল হাসানকে ২৫ হাজার টাকা, লাইসেন্স বিহীন ফার্মেসী পরিচালনাকারী মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা, অবৈধভাবে ঔষধ মজুদ রাখার দায়ে ধুরুমখালীর নুরুল আমিনকে ১০ হাজার টাকা, পরিবেশ ধ্বংসকারী পলিথিন বিক্রির অপরাধে ধুরুমখালীর ফজলুর রহমানের ছেলে জাফর আলমকে ২০ হাজার টাকা, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী কাগজপত্র না থাকায় রত্নাপালংয়ের মো. আলীর ছেলে ফয়েজকে ৩ হাজার সাতশ টাকা জরিমানা করা হয়েছে। এইছাড়াও জাল সার্টিফিকেট এবং অশ্লীল ভিডিও রাখার দায়ে বালুখালীর আবদুর রহমানের ছেলে নুরুল আমিনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান বলেন, উখিয়ায় বিভিন্ন ডাইগনষ্টিক সেন্টার, লাইসেন্স বিহীন ফার্মেসী ও ভূয়া ডাক্তারদের বিরুদ্ধে খবর শুনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com